ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে দামি মডেল কেন্ডাল জেনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৩ নভেম্বর ২০১৭

বিশ্বের সব থেকে দামি মডেলের খেতাব জিতলেন আমেরিকান মডেল কেন্ডাল জেনার। একদশকেরও বেশি সময় ধরে থাকা রেকর্ড ভেঙে দিলেন তিনি। ব্রাজিলিয়ান মডেল গিজেল বুনচেনের রেকর্ড ভেঙে এবার ফোর্বসের এক নম্বর মডেল হিসেবে উঠে এসেছেন ২২ বছর বয়সী কেন্ডাল।

ফোর্বস এর জরিপ অনুযায়ী, ২০১৭ সালে মডেল হিসেবে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন কেন্ডাল। এ বছর তার উপার্জিত পারিশ্রমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা। অ্যাডিডাস, এস টি লউডা, লা পেরলার মতো সংস্থার এনডোরসমেন্ট আছে কেন্ডালের।

সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে টম ফরড, অ্যালেজান্ডার ওয়াং সহ একাধিক নামি ফ্যাশন ডিজাইনারের সঙ্গেও কাজ করেছেন তিনি।

অপরদিকে সেরা আয়কারী মডেলদের তালিকায় জিসেলে এখন দ্বিতীয় স্থানে। গত বছর ক্যাটওয়াক থেকে আনুষ্ঠানিক অবসরে যান তিনি। পারিশ্রমিকও কমেছে তার। গত বছর ৩০.৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন তিনি। সে তুলনায় তার এ বছরের আয় ৪৩ শতাংশ কম (১৭.৫ মিলিয়ন)।

সূত্র : ফোর্বস

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি