মুক্তি পাচ্ছে রুনা খানের ‘ছিটকিনি’
প্রকাশিত : ১৬:০৯, ২৩ নভেম্বর ২০১৭
শুক্রবার মুক্তি পাচ্ছে সাজেদুল আওয়াল পরিচালিত সিনেমা ‘ছিটকিনি’। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার অনলাইনে প্রকাশ পেয়েছে।
ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া পালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে। মলুয়া চরিত্রের ঠিক বিপরীত সিনেমার স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা; যে পঞ্চগড় রেলস্টেশনের অসুস্থ কর্মচারী কফিলের জন্য চরম আত্মত্যাগ করে এক মানবিক কাহিনীর জন্ম দেয়।
সিনেমার একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল। ‘ছিটকিনি’ সিনেমাতে ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। এছাড়া সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক ও শিশুশিল্পী আপন।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সাজেদুল আউয়াল। প্রযোজনা করেছে যোজনা প্রোডাকশনস ও ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে এটি।
সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে।
এসএ/