ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুবলীকে নিয়ে ময়মনসিংহে শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাঝে একটু বিরতি। এরপর আবারও শুরু হয়েছে শাকিব-বুবলী অভিনিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার শুটিং। নতুন করে সিনেমাটির শুটিং হচ্ছে ময়মনসিংহ সদরে।

বৃহস্পতিবার থেকে টানা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে সিনেমাটির শুটিং। এমনটাই জানালেন পরিচালক উত্তম আকাশ।

উত্তম আকাশ বলেন, ‘আমরা আজ থেকে ময়মনসিংহে সিনেমাটির শুটিং শুরু করেছি। আগামী ৩০ তারিখ পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছা রয়েছে। এখানে আমরা সিক্যুয়েন্সের শুটিং করব। গল্পের প্রয়োজনে এমন লোকেশনে আমরা এসেছি। আমাদের এ পর্যায়ে শাকিব খান ও শবনম বুবলী কাজ করছেন। উনারা এখন ময়মনসিংহে।’

সিনেমার নায়িকা বুবলী প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, ‘শবনম বুবলীর এর আগে চারটি সিনেমা মুক্তি পেয়েছে। আমার সব সিনেমা দেখা হয়নি, তবে গত ঈদের দুটি সিনেমা আমি দেখেছি। তার অভিনয়টা আমি বোঝার চেষ্টা করেছি। যা আমার এই সিনেমাতে প্রয়োগ করছি। সে আমার প্রত্যাশা পূরণ করতে পারছে।’

সিনেমাতে নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, ‘এই সিনেমাতে আমাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে হচ্ছে। যদিও আমি সেই এলাকার মেয়ে। কিন্তু ঢাকায় বড় হওয়ার কারণে সে এলাকার ভাষা আমার জানা নেই। তবে আমি বাসায় ভাষা প্র্যাকটিস করেছি, আমার কাছের কিছু আত্মীয় আমাকে সাহায্য করেছেন।’  

এই সিনেমার মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খান ও শবনম বুবলী। গত ৬ অক্টোবর এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি