ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির কণ্ঠে জায়েদ বন্দনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের গুণগান করলেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবারএক ফেসবুক স্ট্যাটাসে জায়েদ খানকে সত্যিকারের `হিরো` বলে সম্বোধন করেন তিনি।

পরীমনি বলেন, জায়েদ খান একজন পরিপক্ক অভিনয়শিল্পী। চিত্রনায়ক হওয়ার সব গুণাবলিই তার মধ্যে আছে। তাছাড়া তিনি অভিনয়কে সাধনা মনে করেন। শতভাগ মনোযোগ দিয়ে নিজের চরিত্র ফুটিয়ে তুলেন। সব মিলিয়ে তাকে আমার সত্যিকারের হিরো বলে মনে হয়। মুক্তিপ্রতিক্ষিত ‌`অন্তরজ্বালা` ছবিতেও দর্শকরা এর প্রমাণ পাবেন।

`অন্তরজ্বালা` ছবিতে জায়েদ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন পরীমনি। আগামী ১৫ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন মালেক আফসারি। `এই ঘর এই সংসার` সহ ইতিমধ্যেই তিনি বেশ কিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এ ছবিটিও সেই তালিকায় স্থান পাবে বলে পরীমনি মনে করেন।

নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। জায়েদ-পরীমনি ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন- নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌসহ অনেকে।

 

//ডিডি//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি