ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছবির সেটে আহত কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৪৭, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘মণিকর্ণিকা : দা কুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানৌত। বৃহস্পতিবার যোধপুরে ছবিটির শুটিং চলাকালে পড়ে গিয়ে তার পা মচকে যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, কঙ্গনার পায়ে প্লাস্টার করা হয়েছে। তাকে এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এর আগেও ‘মণিকর্ণিকা : দা কুইন অফ ঝাঁসি’ ছবির সেটে আহত হয়েছিলেন কঙ্গনা। ওই সময় তলোয়ারের আঘাত লেগে গুরুতর জখম হন তিনি। তাকে কয়েকদিন আইসিইউতেও থাকতে হয়েছিল। এবার দেওয়ালের উপর থেকে পড়ে গিয়ে তার পা মচকে গেছে।

‘মণিকর্ণিকা : দা কুইন অফ ঝাঁসি’ ছবিটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণ জগরলামুদি ওরফে কৃষ। এর গল্প লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবিটিতে কঙ্গনাকে ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় দেখা যাবে। আগামী বছরের ২৭ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

 

ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি