ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্রে মান্নার ছেলে সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৩২, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস। আগামী জানুয়ারি মাসে তার রুপালি ভুবনে অভিষেক ঘটবে। নতুন এ ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী। কৃতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন মান্নার স্ত্রী শেলী।

এ প্রসেঙ্গ পরিচালক মালেক আফসারী বলেন, আমার `এই ঘর এই সংসার` ছবির গল্প অনুসারে এটি নির্মাণ করা হচ্ছে। এটাকে রিমেক ছবি বলতে পারেন।

বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন সিয়াম। আগামী মাসে দেশে ফিরবেন তিনি ।

এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ছবিতে নায়কের চরিত্রে থাকছে সিয়াম। তবে নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। ইতিমধ্যেই আমরা নায়িকা খুঁজতে শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই পেয়ে যাব। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা ছবিটির শুটিং শুরু করব। আগামী বছরের শেষ দিকে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি