ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও সাইমন-মাহির রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৬, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢালিউড তারকা সাইমন সাদিক ও মাহিয়া মাহির রসায়ন দর্শক আগেই দেখেছে। ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে জুটি হয়ে আসেন তাঁরা। ২০১৩ সালে জুনে মুক্তি পায় সিনেমাটি। ব্যবসায়িকভাবেও বেশ ভালো সফলতা পায় এটি। এরপর তারা জুটি হন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমাটিতে। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে।

নতুন খবর হচ্ছে- মুস্তাফিজুর রহমান মানিকের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-মাহি জুটি।

এ বিষয়ে সাইমন বলেন, সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। সবকিছু ঠিক থাকলে শ্যুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে।

এদিকে, বদিউল আলম খোকনের সঙ্গে প্রথমবারের মতো সিনেমা করছেন সাইমন। সিনেমাটির নাম ‘আমার মা আমার বেহেশত’। এতে মাহিও কাজ করবেন। আগামী ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির।

অন্যদিকে, রবিবার থেকে শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে উঠবেন সাইমন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নবাগত অধরা ও আসিফ নূর।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি