ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফের কোলে দুই প্রজন্ম ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে না এসেও মিডিয়ার দৌলতে তারকা হয়ে উঠেছেন অনেক স্টার কিড। পাপারাজ্জিদের নজর থাকে তাদের উপরে। এই মুহুর্তে তৈমুর, সুহানা, সারা আলি খান জনপ্রিয়তার শিখরে রয়েছেন। সোশ্যাল সাইটে এদের ভক্তের সংখ্যা কম নয়।

কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়ছে। যেখানে দেখা যায় তৈমুরের কপালে স্নেহের চুম্বন দিচ্ছেন সাইফ। আর সম্প্রতি, ঠিক একই পোজে বাবার সঙ্গে সাইফ কন্যা সারার ছোটবেলার একটি ছবি সোশ্যাল সাইটে উঠে আসে। আর এরপরই নেটিজেনরা দুই প্রজন্মের ছবি দুটি পাশাপাশি রেখে তুলনা করা শুরু করেন। যার একটি ছবি ২০১৭-তে তোলা , অন্যটি ১৯৯৩ সালের। প্রায় ২৫ বছরের ব্যবধান। নিমেষে ভাইরাল হয় সেটি। দুটি ছবিতেই সন্তানের কপালে স্নেহের চুম্বন একেঁ দিচ্ছেন সাইফ।

যদিও সাইফ বারবারই জানিয়ে এসেছেন তৈমুর ও সারা ও ইব্রাহিম তিন সন্তানই তাঁর কাছে স্নেহের, সমান গুরুত্বপূর্ণ। সাইফ যেমন তৈমুরের অত্যাধিক মিডিয়ার ফ্ল্যাশে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তেমনই সারার বলিউডে আসা নিয়েও তিনি বেশ চিন্তিত।

প্রসঙ্গত, ‘কেদারনাথ’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সারা আলি খান। আপাতত সারা তাঁর সেই আপকামিং ফিল্ম নিয়েই ব্যস্ত।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি