ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেব আসলে মানববন্ধন করবে ‘চল পালাই’ টিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৫৭, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকায় আসছে টালিউডের নায়ক দেব। আর দেব আসলেই মানববন্ধন করবে ‘চল পালাই’ টিম। কারণ আগে থেকেই নিদ্ধারিত ছিলো আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘চল পালাই’। কিন্তু হঠাৎ করেই জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে একই দিনে মুক্তি পাবে কলকাতার চলচ্চিত্র ‘ককপিট’।

আর এ জন্যই দেবের আগমনে মানববন্ধন আয়োজন করতে যাচ্ছে ‘চল পালাই’ টিম।

কারণ হিসেবে ‘চল পালাই’ সিনেমার পরিচালক ও কলাকুশলীরা মনে করেছেন, ‘ককপিট’ সিনেমাটি যদি একই সময়ে মুক্তি পায় তাহলে তাঁদের সিনেমাটি বাধাগ্রস্ত হবে।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় কলকাতার চলচ্চিত্র বয়কট করে যাচ্ছে। এর আগে তাদের কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। হলে গিয়ে দর্শক আমাদের দেশের সিনেমা দেখতে পছন্দ করেন। তাই আমাদের দেশের চলচ্চিত্রকে বাঁচাতে দেব ঢাকায় আসলেই তাঁর বিরুদ্ধে মানববন্ধন করব।’

উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা।

অপরদিকে ‘ককপিট’ সিনেমাটিতে অভিনয় করেছেন দেব ও কোয়েল।

 

 

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি