ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় মোশারফ করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২১, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এক মাসের জন্য মালয়েশিয়া গেছেন অভিনেতা মোশারফ করিম ও তার স্ত্রী। ১৭ নভেম্বর দেশ ছেড়ে যান এই দম্পতি। ফিরবেন ১৫ ডিসেম্বর।  

ছেলে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্যই মালয়েশিয়া যান তারা। এমনিতেই মোশারফ করিম প্রতি তিন মাস পর পর একবার মালয়েশিয়া যান। এবার গেলেন ছেলের চিকিৎসার উদ্দেশে।

সেখানে তিনি কোনো ধরনের শুটিং-এ অংশ নেবেন না। ছেলের চিকিৎসা আর ঘোরাঘুরি করেই সময় কাটাবেন। যারা মোশাররফ করিমকে নিয়ে গল্প বেঁধেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ তারকার আসার অপেক্ষায়।

মোশাররফ করিম কিছুদিন আগে জণ্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তার তাকে প্রায় মাসখানেক বিশ্রামে থাকতে বলেন।

তাই ছেলের চিকিৎসা আর নিজের অবসর সময় কাটাতেই এক মাস মালয়েশিয়ায় অবস্থান করবেন এ অভিনেতা।

 

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি