ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাপ দেখে আৎকে উঠলেন সানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২০, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সানি লিওন। সাবেক নীল সিনেমার তারকা। বর্তমানে বলিউডের সেরাদের সেরা। কিন্তু শরীরে উত্তাপ থাকলেও আসলে তিনি বড়ই ভিতু। আর ভিতু না হয়ে যাবেই বা কই! হঠাৎ যদি শরীরের ওপর এসে আস্ত একটি সাপ পড়ে তবে ভয় না পেয়ে উপায় আছে!

সম্প্রতি সানির সঙ্গে একটু মজা করতে তার গায়ে একটি সাপ ছেড়ে দেওয়া হয়। তাতেই সানির লম্ফজম্ফ। আসলে গোটা ঘটনাটাই নিছকই মজা ছাড়া আর কিছুই নয়। যদিও এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

এমনিতেই সাবেক পর্নতারকা সানি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি তার বিভিন্ন ফটো, ভিডিও নিজের ভক্তদের জন্য পোস্ট করেন। সানি লিওনির টিম শুধুমাত্র সানির সঙ্গে মজা করার জন্যই তার গায়ে সেই সাপটি ছাড়ে। মজার এই ভিডিওটি সানি তার ‌ইনস্টাতে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, সানি তার স্ক্রিপ্ট পড়তে যখন ব্যস্ত তখনই এই কাণ্ডটি সানির সঙ্গে ঘটে। তারই এক টিম সদস্য সানির ঠিক মুখের সামনে হঠাৎ করে সাপ নিয়ে এসে ধরেন।

খুব স্বাভাবিকভাবেই নিজের মুখের সামনে সাপ দেখে ভয়ে আঁতকে ওঠেন সানি এবং চিৎকার করে ওঠেন। তার স্ক্রিপ্ট পড়ে যায় মাটিতে।

এরপর যখন বুঝতে পারেন এটা তার সঙ্গে মজা করা হয়েছে, সানি তখন সেই সদস্যের পেছনে দৌঁড়ে যান। সানির এই প্রতিক্রিয়া সত্যিই হাস্যকর।

বর্তমানে সানি ব্যস্ত তার নতুন সিনেমা ‘‌তেরা ইন্তেজার’–এর প্রচার নিয়ে। এই সিনেমায় সানির বিপরীতে রয়েছেন আরবাজ খান।

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

 

 


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি