ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫০০ টাকায় নাচ দেখান ভাবনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মাত্র ৫০০ টাকার বিনিময়ে নাচ দেখান। আর এই নাচ দেখার সৌভাগ্য কেবল তার মায়ের-ই রয়েছে।  

এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‌মা আমার নাচ খুবই পছন্দ করেন। তাই তাকে একটি নাচ দেখালে আমাকে ৫০০ টাকা উপহার দেন।

সোমবার ফেসবুকে ভাবনা সবার সঙ্গে এই কথা শেয়ার করেন। তিনি নাচের একটি ভিডিও ফেসবুকে আপলোড করে লিখেন, আমি এভাবেই মাঝে মাঝে মাকে নাচ দেখাই। এতে তিনিও খুব খুশি হন।

ভাবনা দীর্ঘদিন ক্লাসিকাল নাচ শিখেছেন। তার দক্ষ নৃত্যশিল্পী হয়ে উঠার পেছনের কারিগর মূলত মা রেহানা হাবিব।

ক্যারিয়ারের শুরু থেকেই ভাবনা ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে এই বছর `ভয়ংকর সুন্দর` ছবিতে অভিনয় করে চিত্রনায়িকা বনে যান। কিছুদিনের মধ্যেই তিনি নতুন চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

/ডিডি/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি