ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির নতুন গান ইউটিউবে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমানে গ্লামার নায়িকাদের শীর্ষে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘অন্তরজ্বালা’ সিনেমার প্রথম গান ‘ছোট ছোট কিছু আশা’। এস আই টুটুল ও ন্যান্সির গাওয়া এ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। মালেক আফসারী পরিচালিত এ সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।

‘অন্তরজ্বালা’ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এতে আরও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

গানটি নিয়ে পরীমনি বলেন, ‘প্রয়াত নায়ক মান্নার এক পাগল ভক্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ওই ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এ সিনেমাতে আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

জায়েদ খান বলেন, ‘অন্তর জ্বালা’ আমার স্বপ্নের একটি সিনেমা। এ সিনেমার মাধ্যমে মান্না ভাইয়ের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।’

গানটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি