ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও এক সঙ্গে শাকিব-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আবারও দর্শকদের বাজিমাত করতে আসছেন শাকিব-বুবলী। নতুন করে এফ আই মানিকের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও বুবলী।

গত সোমবার সিনেমাতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা এফ আই মানিক নিজেই।

তিনি বলেন, অনেকদিন পর আবারও সিনেমা বানাতে যাচ্ছি। আমার সিনেমাতে শাকিব খান ও বুবলী থাকবে। সবকিছু ফাইনাল হয়েছে। এই ইন্ডাস্ট্রিকে আমরা লালন করেছি। এরপর শাকিব একাই অনেক যুদ্ধ করেছে। এখন তার সেই যুদ্ধে আমিও যোগ দিচ্ছি।

শাকিব খান জানান, ‘দুই পৃথিবী’ সিনেমার পর মানিক ভাইয়ের সঙ্গে আর কাজ করা হয়নি। অনেকদিন পর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে খুশীর খবর হচ্ছে মানিক ভাইয়ের মতো গুণী পরিচালক আবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আশা করছি দারুণ একটি কাজ হবে।

এর আগে এফ আই মানিকের নির্দেশনায় শাকিব অভিনয় করেন স্বপ্নের বাসর, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা, আমাদের ছোট সাহেব, সবার উপর তুমি, যদি বউ সাজো গো ইত্যাদি সুপারহিট সব সিনেমা।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি