ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছক্কা হাঁকালেন শাকিব-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রুপালি ভুবনের চ্যালেঞ্জিং মাঠে ছক্কা হাঁকালেন চিত্রনায়ক শাকিব খান শবনম বুবলীনানা ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে জুটি হিসাবে ষষ্ঠতম ছবিতে চুক্তিবদ্ধ হলেন তারা

‘কিছু কিছু মানুষের জীবনে’ শীর্ষক এ ছবিটি পরিচালনা করবেন এফআই মানিক। আগামী জানুয়ারি মাসেই এর শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি আকতার। শাকিব-বুবলী ছাড়াও শিল্পী নির্বাচনে এ ছবিতে আরও বড় চমক থাকবে বলে জানিয়েছেন পরিচালক এফআই মানিক।

এদিকে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং শেষ করে সোমবার ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরেছেন শাকিব-বুবলী। এ প্রসঙ্গে ছবিটির পরিচালক উত্তম আকাশ বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার থেকে ময়মনসিংহে ছবিটির শুটিং করেছি। গতকাল (সোমবার) আমরা শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। ওখানে আমরা আউটডোরে কাজ করেছি। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়া হবে। এটি শাকিব-বুবলী জুটির পঞ্চম ছবি। তাই ছবিটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা।’

এ পর্যন্ত শাকিব-বুবলী জুটির চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে- রাজু চৌধুরীর ‘শুটার’, শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’। এর মধ্যে ‘বসগিরি’ ও ‘রংবাজ’ ছবি দুটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

নানা কোন্দলের কারণে সম্প্রতি চলচ্চিত্রাঙ্গন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অন্যদিকে শাকিব খানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই তার স্ত্রী অপু বিশ্বাসের কোপানলে পড়েছেন বুবলী। তবে সব বাধা কাটিয়ে শাকিবের সঙ্গেই ক্যারিয়ারের ষষ্ঠতম ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় বুবলীকে তার ভক্তরা সুধবাদ জানিয়েছেন। 

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি