ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীর সঙ্গে সানির অন্তরঙ্গ ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৩, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কয়লা ধুলে ময়লা যে যায় না এই প্রবাদকে আবারও সত্যি প্রমাণ করলেন সাবেক পর্ন তারকা সানি লিওন। আবারও ক্যামেরার সামনে আপত্তিকর অবস্থায় ধরা দিলেন এই নীল তারকা। তবে এবার একদম ভিন্ন কারণে নগ্ন হলেন সানি। তাও আবার একা নন। তার সঙ্গে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও।

সম্প্রতি ‘পেটা’র হয়ে অ্যানিম্যাল ফ্রি ফ্যাশন’র উদ্দেশে নগ্ন ফটোশুট করেছেন সানি।

এ প্রসঙ্গে সানি বলেন, পশু-পাখির চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস আমাদের ব্যবহার করা উচিত নয়।’

সানির স্বামী ড্যানিয়েলের কথায়, ‘আমাদের বোঝা উচিত পশু-পাখিরা না থাকলে এ পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না।

‘পেটা’র সঙ্গে গত দু’বছর ধরে যুক্ত রয়েছেন সানি। পশু-পাখিদের প্রতি ভালবাসাই তার এই উদ্যোগের কারণ। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন শাহিদ কাপুর, আলিয়া ভাটের মতো বলিউডি তারকারাও।

সূত্র : নিউজ ১৮

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি