ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের সঙ্গে ট্রাম্পকন্যার ডিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এই মুহুর্তে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। তারই সম্মানের গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে।

বলিউড কিং শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। সুযোগ কাজে লাগাতে উৎসুক শাহরুখ নিজেও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ডিনারের আয়োজনও। ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা রয়েছে বলিউডের এক ঝাঁক তারকাদের। ডিনারে ইভাঙ্কার জন্য রয়েছে স্পেশ্যাল মেন্যু।

উল্লেখ্য, ২৮ নভেম্বর, মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় নগরী হায়দ্রাবাদে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এর আয়োজন করেছে।

ইভাঙ্কা গত সোমবার রাতে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ভারতে পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিন দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকছেন।

এই প্রথমবার দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘আগে নারী, সমৃদ্ধি সকলের’ এবং এতে ১২শ’ তরুণ উদ্যোক্তা অংশ নিচ্ছে। এদের অধিকাংশই নারী।

ইভাঙ্কার সফর ও এই সম্মেলনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নগরীতে অতিরিক্ত ১০ হাজারের বেশী নিরাপত্তা কর্মী মোতায়েন করেছেন।

 

কী কী থাকছে ইভাঙ্কার খাবারের মেনুতে :

মোরগ পেস্তা কা সালান (মোরগের সঙ্গে পেস্তা বাদামের তরকারি), সীতাফল (আতাফল) কুলফি, দহি কে কাবাব (দইয়ের কাবাব), গোশত সিকমপুরি কাবাব, কুবানি কে মালাই কোফতা।

সূত্র: জি নিউজ

 

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি