ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রযোজকের টাকা দিয়ে ছিনিমিনি খেলার অভ্যাস নেই: মালেক আফসারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘ঘরের বউ’  সিনেমা দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে অসংখ্যা সুপার-ডুপার হিট ছবি উপহার দিয়েছেন মালেক আফসারী। মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। আগামী ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও পরী মণি।

ইতিমধ্যে ছবিটির একটি গান ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছে। ‘ছোট ছোট আশা’ নামের গানটি হুবহু মিল রয়েছে তামিল একটি ছবির গানের সঙ্গে। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নকলের অভিযোগ উঠে। শুরু হয় ব্যাপক আলোচনা।

সমালোচনার জবাবে পরিচালক মালেক আফসারী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘প্রযোজকের টাকা নিয়ে ছিনিমিনি খেলার বদ অভ্যাস আমার নেই। তাছাড়া আমি মৌলিক ছবি বানাই না।’  

তিনি বলেন, কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি গত আট-দশ বছর দক্ষিণের সিনেমাকে ফলো করছে। ফলে তারা ডুবে যাওয়ার হাত থেকে বেঁচেছে। আর আমি ফলো করছি গত ৩০ বছর ধরে। বলা যায় সাউথ আমার স্কুল। সিনেমা একটি ইন্ডাস্ট্রি। এখানে চালু প্রোডাক্টই মার্কেটে দিতে হয়। সাউথের ছবিকে ফলো করে বোম্বের স্টাররা টিকে আছে। আর কলকাতা এবং বাংলাদেশের স্টাররাও টিকে আছে। আমি বুদ্ধিজীবী নই। আমি শুধু একজন পেশাদার পরিচালক।

 বর্তমানে ‘অন্তর জ্বালা’ ছবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। প্রয়াত নায়ক মান্নার একজন পাগল ভক্তের কাণ্ড নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প। ছবিতে জায়েদ-পরী ছাড়াও আরও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি প্রমুখ।  

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি