ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৌসিফের বিয়ে ৯ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিয়ের সানাই বাজছে। পাত্রী আর কেউ নন, তার প্রেমিকা। নাম জান্নাতুল ফেরদৌস জারা। দুই পরিবারের সম্মতিতেই আগামী ফেব্রুয়ারিতে প্রেমের মধুর পরিনতি ঘটতে যাচ্ছে দুজনার।

নতুন জীবন শুরুর জন্য তৌসিফ বেছে নিয়েছেন ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি।

এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ফেব্রুয়ারির চেয়ে এত সুন্দর মাস বছরে আর একটিও নেই। তাই ২০১৮ সালের প্রিয় ফেব্রুয়ারিকেই বেছে নিলাম দু’জনে। ৬ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ। ৯ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

জারার সঙ্গে তৌসিফের সম্পর্ক তিন বছর দুই মাস। এমনটাই জানালেন তৌসিফ।

এদিকে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌসিফ লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে বলছি, ‘সানাই বাজবে!’। ২০১৮ সালের ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করবো। দোয়া করবেন।’

তৌসিফের এমন স্ট্যাটাস দেখে তাকে অভিনন্দনে জানিয়েছেন তার সতীর্থ ও ভক্তরা।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি