ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০টি অস্ত্রোপচার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১ ডিসেম্বর ২০১৭

এ কেমন কাণ্ড! পছন্দের তারকার মতো নিজের চেহারা করতে গিয়ে দফায় দফায় অস্ত্রোপচার করলেন এক তরুণী। কিন্তু এমন কাণ্ডে তরুণীর চেহারা এতোটাই বিদঘুটে হয়েছে যে দেখলেই ভয় লাগে।

ঘটনাটি ঘটিয়েছেন ইরানের এক তরুণী। মেয়েটি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে চেয়েছিলেন। আর এ জন্য সে ৫০ বার নিজের চেহারায় অস্ত্রোপচার করেছেন। কিন্তু চাইলেই কি সব হয়?

রূপ বদলানোর এ এক ব্যর্থ চেষ্টা। তারকার মত হতে গিয়ে হয়ে উঠেছেন হাসির খোরাক ও আতঙ্কের কারণ।

তেহরানের ওই তরুণীর নাম সাহার তাবার। বয়স ২২। নিজের আইডল মার্কিনী অভিনেত্রীর মতো হতে গিয়ে ছুরির নিচে গিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, এটা শুধুই মেকআপের কারসাজি!

সাহার তাবারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা তিন লাখ ১৮ হাজার। অ্যাকাউন্ট ভরা তার নতুন রূপের নানা ছবিতে। এতে প্রিয় তারকা জোলির ছবিও আছে। ভক্তরা সাহারের নতুন লুকের প্রশংসাও করেছে!

সূত্র : ডেইলি মেইল

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি