ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হায়দ্রাবাদে শুটিং করছেন ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:১৫, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রানয়িকা ববি ভারতের হায়দ্রাবাদে `নোলক` ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এতে ববির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

পরিচালক জানান, গতকাল বৃহস্পতিবার থেকে হায়দ্রাবাদে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে ববির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর ধারণ কাজ চলছে। আগামী সপ্তাহে শাকিব খান সেখানে যাবেন।

ছবিতে ববিকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করা হচ্ছে। দু’জন নর-নারীর প্রেম কাহিনী নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে।

এ প্রসঙ্গে রাশেদ রাহা বলেন, হায়দ্রাবাদ শহরের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ চলছে। টানা ২৫ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

/ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি