ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘চকলেটি পিয়া’ নিয়ে আসছেন শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২ ডিসেম্বর ২০১৭

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানের শিরোনাম ‘চকলেটি পিয়া’। গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া।

ভারতের শতরূপা ভট্টাচার্যের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রূপক তিয়াড়ী।

জানা গেছে, ৪ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। মডেল হিসেবে থাকবেন সেলিনা আফ্রি ও আসিফ ইমরোজ। এছাড়া মিউজিক ভিডিওটিতে দেড়শতাধিক ছেলেমেয়ে নৃত্য পরিবেশন করবেন বলে জানিয়েছেন শিল্পী।

ভিডিওটির কোরিয়গ্রাফি করবেন হাবিব। পরিচালনা করবেন সামছুল হুদা।

এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘দারুণ একটি গান হয়েছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা হয়েছে। দারুণ কিছু হবে বলেই আমার বিশ্বাস।’

গানটি বিজয় দিবসে কোনো একটি অডিও প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। এ গান ছাড়া আরও কয়েকটি নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন শুভ।

শিগগিরই গানগুলো প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি