ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেশী পাকনামী কথাবার্তা বলছে জয় : ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে ব্যস্ত আছেন উপস্থাপনা নিয়ে। ইতিমধ্যে এ মাধ্যমটিতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিভিন্ন চ্যানেলে তার উপস্থাপনায় তারকাবহুল অনুষ্ঠানগুলো দর্শক গ্রহণ করেছে বেশ আগ্রহের সঙ্গে। দর্শক ও ভক্তদের কথা জয় তার মুখ থেকে বলেন তারকাদের সঙ্গে। শোনা যায় অজানা অনেক তথ্য। কিন্তু অনেক সময় দেখা যায় জয়ের প্রশ্নের তোপে তারকারা বিব্রত হয়ে পড়েন। অনুষ্ঠানে আগত অতিথিরা কেউ কেউ নিজেদের সামলে নিয়ে উত্তর দেন। তারকাদের নিয়ে জয়ের উপস্থাপনার নতুন এই ধরণ বেশ কয়েকবার ভাইরালও হয়েছে। অনুষ্ঠানগুলোর জন্য জয় যেমন প্রশংসা পাচ্ছেন ঠিক তেমনি কেউ কেউ আছেন যারা এই বিষয়টি সহজ ভাবে গ্রহণ করতে পারছেন না। সম্প্রতি জয়ের উপর এমনই ক্ষোভ প্রকাশ করলেন ঢালিউডের তারকা ওমর সানী।

তিনি তার ফেসবুকে লিখেছেন-

‘কথাগুলি আগেই বলা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল কথাগুলি বলতে।

মিডিয়ার এক ছোটভাই নাম ‘জয়’। ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক।

ছেলেটি অভিনয় ভালোই করে। সে ‘সেন্স অব হিউমার’ নামে একটি অনুষ্ঠান করছে কিন্তু ইদানিং তাকে বেশী পাকনামী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।

সে সিনিয়র শিল্পীদের নিয়ে অতি রঞ্জিত পাকনামী কথাবার্তা বলছে যা দৃষ্টিকটু।

তাই আমি তাকে সিনিয়র হিসেবে একটা কথাই বলবো সিনিয়র শিল্পী কলাকুশলীদের সম্মান করতে শিখ।

আর বেশী কিছু বলতে চাই না। ভালো থাক তুমি ‘জয়’....।’

 

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি