ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব-অপুর দেনমোহর কত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভেঙে যাচ্ছে ঢালিউডের তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। ইতিমধ্যে অপুর বাসায় তালাকনামাও পাঠিয়েছেন শাকিব। শাকিব চাইলেও অপু চাচ্ছেন না সংসারটা ভেঙে যাক। কারণ তাদের দুজনের মধ্যে রয়েছে একমাত্র পুত্র সন্তান জয়। সন্তানের কথা মাথায় রেখে এখনও সময় আছে আপস-মিমাংসার। কিন্তু কোন ভাবে যদি মিমাংসা না হয় তবে অপুকে শাকিবের দিতে হবে মোটা অংকের দেনমোহর।

কিন্তু কত টাকা ছিলো শাকিব-অপুর দেনমোহর?

শাকিব-অপুর বিয়ের কাবিনে দেনমোহর বাবদ শুধু ৭ লাখ টাকা উল্লেখ থাকলেও অপু বলেন, আমাদের বিয়ের কাবিননামায় টাকার অংক (দেনমোহর বাবদ) উল্লেখ আছে ১ কোটি ৭ লাখ। এটাকে কেউ যেন বিভ্রান্ত না করে।

প্রসঙ্গত, শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় ডিভোর্সের নোটিস পাঠানো হয়েছে। তবে এই ডিভোর্স কার্যকর হবে নোটিস পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি