ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী ও মানবাধিকার সংগঠনকে পাশে চান অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৬ ডিসেম্বর ২০১৭

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সংসার ভাঙছে। তবে শাকিব চাইলেও এ ভাঙন চাইছেন না অপু। এ অবস্থায় প্রধানমন্ত্রী, মানবাধিকার ও নারী সংগঠনগুলোকে পাশে চান তিনি।
গণমাধ্যমকে অপু বলেন, ‘সেলিব্রেটি হলেও আমার সামাজিক মর্যাদা রয়েছে। ডিভোর্সের মতো একটি ন্যক্কারজনক সিদ্ধান্ত কখনো মেনে নেওয়া যায় না। সংসারে ঝগড়া, ঝামেলা থাকা অস্বাভাবিক কিছু নয়। শাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম। শাকিব আমাকে জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না।
অপু তার বক্তব্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও চেয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও সুবিবেচনাপ্রসূত মনের মানুষ। তার সহমর্মিতা অতুলনীয়। আমি দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক। শাকিবের একরোখা সিদ্ধান্তে আমার জীবন এখন বিপন্ন। প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে পারে।
উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। এরপর দীর্ঘ দিন বিয়ের কথা গোপন রাখেন তারা। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খানের। এটাও গোপন রাখা হয়। অবশেষে গত ১০ এপ্রিল বিকালে সাত মাসের ছেলেকে সঙ্গে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সব প্রকাশ করেন অপু বিশ্বাস। শাকিব প্রথম দিকে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখের সংসার পাতবেন বলে জানান।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি