ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে বিয়ের ঘোষণা বাপ্পির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:১০, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের চলচ্চিত্রের তরুণ হিরো বাপ্পী চৌধুরী। আজ তাঁর জন্মদিন। বাপ্পির জন্মদিনে একুশে টেলিভিশন (ইটিভি) অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিনে ভক্ত ও দর্শকদের জন্য চমক খবর উপহার দিলেন সময়ের জনপ্রিয় এই তারকা। আর সে খবর হচ্ছে- ‘বিয়ে করছেন নায়ক বাপ্পী’। পারিবারিক পছন্দেই বিয়ে করতে সম্মত হয়েছেন তিনি।

বাপ্পী বলেন, ‘আমার বড় ভাই গত বছর বিয়ে করেছেন, তার পর থেকেই আমার ওপর বিয়ের চাপ আসছিল বাবা-মার পক্ষ থেকে। যেখানেই যান, আমার বউ দেখা শুরু করেন। আজ জন্মদিনে বাবা-মাকে আমি সম্মতি দিয়েছি। তাঁদের পছন্দই আমার পছন্দ জানিয়ে দিয়েছি।’

আগামী বছরের মাঝামাঝিতে বিয়ের কথা ভাবছেন ঢাকাই সিনেমার এই নায়ক।

মিডিয়ার কাউকে বিয়ে করছেন কি না এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি। পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই, আমার পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী, যে কারণে আমি সাধারণ একটি মেয়ে চাই, যে আমার পরিবারকে সময় দেবে।’

বিয়ে নিয়ে তিনি আরও বলেন, ‘বিয়েটা আসলে আমি পরিবারের পছন্দেই করতে চাই। আজ থেকেই আমার পরিবার বউ দেখা শুরু করেছেন। বাবা-মাকে বলেছি, আগামী বছর বিয়ে করব। আর সেটা বছরের মাঝামাঝিতে হতে পারে।’

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে অভিষেক হয় বাপ্পির। এরপর বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে তার। আরও কিছু মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি