ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব-অপুর ডিভোর্সে শাবনূরের মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাকিব-অপুর ডিভোর্স নিয়ে মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। অন্য সবার মত তিনিও মেনে নিতে পারেন নি অনাকাঙ্ক্ষিত এই ঘটনা।

বিষয়টি নিয়ে শাবনূর বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের অনেক জনপ্রিয় দুজন তারকা। তাঁদের অনেক সিনেমা সুপারহিট হয়েছে। আর কোন তারকার সিনেমা সুপারহিট মানে দর্শক তাঁদের জুটি পছন্দ করেছেন। তারা যদি পর্দার বাইরেও জুটি বেঁধে থাকেন কোন সমস্যাই ছিলো না। তাঁরা আমাদের আইকন হতে পারতেন। এ মুহুর্তে আমার মনে হয়, সবকিছু বাদ দিয়ে আব্রাম খান জয়ের কথা ভাবা উচিত।’

এদিকে শাকিব খান স্ত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠালে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে।

উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। এরপর দীর্ঘ দিন বিয়ের কথা গোপন রাখেন তারা। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খানের। এটাও গোপন রাখা হয়। অবশেষে গত ১০ এপ্রিল বিকালে সাত মাসের ছেলেকে সঙ্গে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সব প্রকাশ করেন অপু বিশ্বাস। শাকিব প্রথম দিকে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখের সংসার পাতবেন বলে জানান।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি