ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’। মুক্তির আগেই নানা কারণে আলোচিত হয়েছে সিনেমাটি। প্রয়াত নায়ক মান্নার এক অন্ধ ভক্তের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে পরীমনির বিপরিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটির প্রযোজনা করেছে জেড কে ফিল্মস।

সিনেমাটি নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পরীমনি। তিনি বলেছেন, ‘অন্তর জ্বালা’ দর্শকদের অনেক ভালো লাগবে। যদি ভালো না লাগে আমি ১০০ গুণ টাকা ফেরত দেব।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমার যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কেউ বলতে পারবে না ওইসব সিনেমা মুক্তির আগে আমি এমন কথা বলেছি। এই সিনেমার গল্পটাই অন্যরকম। এবার আমার আত্মবিশ্বাস রয়েছে। তাছাড়া অন্তর জ্বালার নির্মাতা মাস্টার মেকার মালেক আফসারী। তার কোনো তুলনা হয় না।’

উল্লেখ্য, নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে আরও অভিনয় করছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু, চিকন আলী প্রমুখ।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি