ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যারিস্টারের চরিত্রে তানিন সুবহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে চলছে ‘প্রেমের বাঁধন’ ছবির শুটিং। পরিচালক গাজী জাহাঙ্গীরের এই ছবিতে অভিনয় করছেন এ প্রজন্মের নায়িকা তানিন সুবহা। মঙ্গলবার সকাল থেকে চলছে এই ছবির দৃশ্যে ধারণ।  

‘প্রেমের বাঁধন’ ছবিতে তানিন সুবহা অভিনয় করছেন একজন ব্যারিস্টারের চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই মূলত এ ছবিটি নির্মিত হচ্ছে।

এ সম্পর্কে তানিন সুবহা বলেন, বাপ্পি চৌধুরীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। গল্পে আমি একজন স্বনামধন্য পরিবারের মেয়ে। আমার বাবা একজন জজ। আর আমি ব্যারিস্টারি পড়াশোনা শেষ করেছি। কিন্তু ছোটবেলা থেকেই মিডিয়াতে আমার কাজ করার খুব ইচ্ছা। সেই ভাবনা থেকে মডেলিং এ কাজ শুরু করি। এক সময় বাপ্পি ভাই এর সঙ্গে আমার পরিচয় হয়। তারপর নানা ঘটনার মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।  

 ‘প্রেমের বাঁধন’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। এতে আরো অভিনয় করেছেন মাহিয়া মাহি, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি।

 

 এসি/এসএইচ  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি