ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাপ্পীকে যারা জড়িয়েছে তারা মানসিকভাবে অসুস্থ : অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অপু বিশ্বাসকে ডিভোর্স দিচ্ছেন শাকিব খান। গত ২৮ নভেম্বর অপুর বাসায় ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন শাকিব। যে কারণ দেখিয়ে এই নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে অপুর ‘বয়ফ্রেন্ড’ প্রসঙ্গ। এরপরই মিডিয়ায় গুঞ্জন রটে কে এই ‘বয়ফ্রেন্ড’! আরও গুঞ্জন রটে ঢালিউডের তরুণ নায়ক বাপ্পী চৌধুরীর নাকি সেই ‘বয়ফ্রেন্ড’।
বিষয়টি নিয়ে অপু বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি বাপ্পী চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এমন গুজবে। বাপ্পী আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে সম্মান করে। শাকিবকেও অনেক শ্রদ্ধা করে। সে আমার সিনেমার নায়ক হয়ে গেল বলেই যে আমার ঘরেরও নায়ক হয়ে যাবে এটা ভাবার তো কোনো অবকাশ নেই।’
তিনি আরও বলেন, ‘আমি যেমন অনেক নায়কের সঙ্গে কাজ করবো তেমনি শাকিবও অনেক নায়িকাদের সঙ্গে কাজ করছে। তবে কেমন করে বাপ্পীকে নিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্কের গুজব ছড়ানো হয় আমি বুঝি না। আমি মনে করি যারা বাপ্পীকে আমার প্রেমিক বানিয়েছে তারা মানসিকভাবে অসুস্থ। তাদের মানসিক চিকিৎসা দরকার।’
অপু আরও বলেন, ‘এ কথা বলে আমাকে ছোট করা হয়েছে। বাপ্পীকেও অপমান করা হয়েছে। কষ্টের ব্যাপার হলো শাকিব এসব গুজবের প্রতিবাদ না করে সব বিশ্বাস করেছে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি