ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুটিং এ আহত তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৯, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। স্বামী-সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সংসার সামলাতে গিয়ে খুব একটা নিয়মিত হতে পারেন না অভিনয়ে। তারপরও সময় করে অভিনয় করেন নাটক-টেলিছবি ও শর্টফিল্মে। বেশ কিছু মিউজিক ভিডিওতেও দেখা গেছে এ সুন্দরীকে।

সম্প্রতি সিলেটের সুনামগঞ্জে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিং করতে। আদনান আল রাজীবের পরিচালনায় সেই বিজ্ঞাপনের শুটিং- এ গুরুতর আহত হন তিনি। শুরুতে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। এরপর স্বামীকে নিয়ে গিয়েছিলেন ডাক্তারের কাছেও। চিকিৎসক কিছুদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।

তিশা বলেন, ‌‘সুনমাগঞ্জের সীমান্তের কাছাকাছি এলাকায় টানা কয়েক দিন শুটিং করেছি বিজ্ঞাপনটির। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হই। বেশ রিস্কি শট ছিলো। পাথরের রাস্তায় পড়ে গিয়ে পায়ে ও কোমড়ে আঘাত লাগে। হাতেও চোট লেগে চামাড়া উঠে গেছে। প্রথমে আসলে বুঝতে পারিনি দুর্ঘটনাটি বড় কিছু। কিন্তু এরপর থেকে ব্যাথা বাড়াতে শুরু করে। চিকিৎসা নিয়েছি। আশা করছি দ্রুত সেরে উঠব।’

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি