ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিডাব’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫২, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলচ্চিত্রের সহকারী পরিচালকদের সংগঠন সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশ (সিডাব) এর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিচালক ও শিল্পী সমিতির নির্বাচনের পর চলচ্চিত্র অঙ্গণে বছর শেষে সহকারী পরিচালকদের এ নির্বাচন হচ্ছে।

আজ শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯৪ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পরিচালক শাহ আলম কিরণ।

পরিচালক সমিতির সামনে তফসিল অনুযায়ী শোভা পাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা দুই পরিষদের প্যানেলের পরিচিতি। এদের মধ্যে একটি হচ্ছে, ফারুক-মনির পরিষদ এবং অপরটি খায়রুল-রতন পরিষদ।

উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।

 

এসএ/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি