ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১ মাস জুড়ে ‘চল পালাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৭, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমা ‘চল পালাই’। আজ শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। পুরো ডিসেম্বর জুড়েই চলবে সিনেমাটি। এমনটাই জানালেন পরিচালক।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রথম সপ্তাহের পর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হল বুকিং দিয়েছি। এখন চতুর্থ সপ্তাহের বুকিং চলছে। আমি জানি আমার ‘চল পালাই’ সিনেমাটি দর্শকরা গ্রহণ করবেন। কী কারণে গ্রহণ করবেন, কী আছে সিনেমাটিতে, সেটা হলে গিয়ে দেখলেই দর্শক বুঝতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথম সপ্তাহে ৬০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। চাইলে আরো বেশি দিতে পারতাম, কিন্তু দেইনি। কারণ আমার সিনেমাটি ভালো চলবে। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে বেশি রেন্টাল পাবো।’

উল্লেখ্য, ‘চল পালাই’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস, পরিবেশনা করবে গীতি চিত্রকথা। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা দেবশীষ নিজেই।

‘চল পালাই’ সিনেমাতে অভিনয় করেছেন শিপন মিত্র, শাহ রিয়াজ, তমা মির্জা প্রমুখ। রোমান্টিক অ্যাকশন এবং থ্রিলার ধর্মী এই সিনেমার টাইটেল স্পন্সর ‘আরএফএল অরনেট সিরিজ’ এবং কুলিং পার্টনার ‘আইস এইজ পার্লার’।

 

এসএ/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি