ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘অন্তর জ্বালা’র ট্রেলর প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মালেক আফসারী পরিচালিত পরীমণি ও জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। সবকিছু ঠিক থাকলে ১৭৫টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। আর এরই মধ্যে প্রকাশিত হলো ‘অন্তর জ্বালা’র ট্রেলর।

মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে সিনেমাটি ঘিরে।

সিনেমাটির প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘মালেক আফসারীর মতো পরিচালকের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। তার মতো গুণী পরিচালকের সান্নিধ্য অনেক বড় পাওয়া আমার জন্য। এমনকি ছবিতে ন্যাচারাল লুক আনতে প্রায় তিনমাস দাঁড়ি-গোফ কাটিনি।’

অন্যদিকে সিনেমাটির নামকরণ নিয়ে পরীমণি জানান, কাহিনী ও চিত্রনাট্য পড়ার পর সিনেমাটির নামকরণ করেছিলেন নায়িকা নিজেই।

তিনি বলেন, কাহিনী পড়ার পর চোখের সামনে পুরো ক্যারেক্টারটা ভেসে উঠেছিলো। তখনই নামটা মাথায় আসে। সঙ্গে সঙ্গে নাম দিই ‘অন্তর জ্বালা’।

উল্লেখ্য, পরিচালক মালেক আফসারীর ২৪তম চলচ্চিত্র এটি। সিনেমাটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র।

জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

‘অন্তর জ্বালা’র ট্রেলর দেখতে ক্লিক করুন :

এসএ/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি