ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধন ছবির টিজার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৬, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রকাশিত হলো ‘বন্ধন’ ছবির টিজার। অনন্য মামুন পরিচালিত এই ছবির টিজার বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায়। পাঁচ বন্ধুর চমৎকার সম্পর্কের ওপর নির্মাণ করা হয়েছে বন্ধন ছবিটি। তাদের ভালো লাগা, মন্দ লাগা, সম্পর্কের টানাপোড়ন এবং হঠাৎ করে হারিয়ে যাওয়ার গল্প।

শহর থেকে পাঁচ বন্ধু নিখোঁজ। এই নিয়ে শহর জুড়ে শুরু হয় তোলপাড়। পরিবারের দাবি তাদের কেউ কিডন্যাপ করেছে। তাই খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠে স্বজনরা। কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এদিকে  ছুরি হাতে একটি লোক ঘুরে বেড়াচ্ছে শহরময়। কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে জানুয়ারিতে।

২ মিনিট ৪ সেকেন্ডের এই টিজার ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি  নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে।

‘বন্ধন’ ছবিটির সব কাজ শেষ হয়েছে। সেন্সর ছাড় পত্র পেলে আগামী জানুয়ারিতেই ছবিটি রিলিজ দেওয়ার কথা রয়েছে।  

এই ছবিতে তিনটি জুটিকে দেখা যাবে। শিপনের বিপরীতে আছেন এমি, সাঞ্জু জন’র বিপরীতে স্পর্শিয়া ও তানভীরের বিপরীতে কলকাতার  মৌমিতা অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মিশা সওদাগর। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। 

এসি/এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি