ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন মাধুরী দীক্ষিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩৮, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রথমবারের মতো তিনি ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়। হোয়াইট সেন্ড রিসোর্ট নামের একটি নতুন পাঁচ তারকা হোটেলের প্রচারণার জন্য তার এই আগমন।

সম্প্রতি পুরান ঢাকার ওয়ারী কমিউনিটি সেন্টারে সোহানা গ্রুপের আয়োজনে ‘হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারে’ এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরের জানুয়ারিতে ৩দিনের ভ্যাকেশন ফেয়ারের সমাপনী দিনে উপস্থিত হবেন রূপালী দুনিয়ার একঝাক তারকা।

আর বলিউডের মাধুরী দীক্ষিত সেই আয়োজনে পারফর্ম করবেন ১৯ জানুয়ারি।

সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, মাধুরী দীক্ষিত পারফর্মের জন্য ও হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারের প্রচারণায় ঢাকায় আসবেন। আশা করছি আয়োজনটি সফল হবে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি