ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আশ্চর্য, রোমাঞ্চ ও শিহরণে ট্রেইলার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭

‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন সংস্করণের প্রথম সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পায় ২০১৫ সালে। এরপর সিনেমাটির দ্বিতীয় খণ্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল জুরাসিক সিরিজের ভক্তরা। অবশেষে অপেক্ষার কিছুটা হলেও অবসান ঘটেছে। মুক্তি পেয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড : দ্য ফলেন কিংডম’-এর আশ্চর্য, রোমাঞ্চ ও শিহরণের চমক দেওয়া ট্রেইলার।

মজার বিষয় হচ্ছে- সিনেমাটি ফিরছে প্রথম খণ্ডের পরিচিত সব মুখ নিয়ে। এ ছাড়া এবারের খণ্ডে থাকছে প্রাগৈতিহাসিক প্রাণীদের নতুন সব সংস্করণ, যা আগের খণ্ডের থেকেও ভয়ংকর।

প্রথম খণ্ডে পার্কটি ধ্বংস হয়ে যাওয়ার পরও সেখানে প্রাগৈতিহাসিক যুগের কিছু প্রাণী এখনো রয়ে গেছে। তবে সেখানকার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তাঁদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই তাঁদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছান ওয়েন ও ক্লেয়ার।

প্রথম খণ্ডের কাহিনী যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় খণ্ডের কাহিনী। দ্বিতীয় খণ্ডে দেখা যাবে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ওয়েন গ্র্যাডি (ক্রিস প্যাট) ও ক্লেয়ার ডিয়ারিং (ব্রেস ডালাস হাওয়ার্ড) ডাইনোসরদের পার্ক ইসলা নাবলারে ফিরে যায়।

সিনেমাটি পরিচালনা করছেন জে. এ বায়োনা। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০১৮ সালের ২২ জুন। তবে যুক্তরাজ্যের দর্শক আগেভাগেই সিনেমাটি উপভোগের সুযোগ পাবেন। কারণ, যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হবে ২০১৮ সালের ৭ জুন।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

‘জুরাসিক ওয়ার্ল্ড : দ্য ফলেন কিংডম’-এর ট্রেইলার দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি