ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রেমের সাগরে হৃদয়-পিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৬, ৯ ডিসেম্বর ২০১৭

সঙ্গীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘প্রেমের সাগরে’ ভাসলেন মডেল-উপস্থাপক জান্নাতুল পিয়া। সম্প্রতি হৃদয় খানের পরিচালনায় নির্মিত ‘প্রেমের সাগরে’ শিরোনামের একটি ভিডিওতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ক্যামেরাবন্দি হয়েছে তাদের এই প্রেম রসায়ন।

নতুন ভিডিও প্রসঙ্গে পিয়া বলেন, ‘গানের প্রতি আমার ভালো লাগা আছে। তাই মাঝে মধ্যে মিউজিক ভিডিওর মডেল হই। এবার হৃদয় খানের সঙ্গে তারই নির্দেশনায় কাজ করলাম।’

এর আগে চলতি বছর অরিন ও সাজ্জাদ স্বাধীনের গাওয়া ‘পরান পাখি’র মিউজিক ভিডিওতে মডেল হন পিয়া। মিউজিক ভিডিওর মডেল হিসেবে পিয়ার প্রথম কাজ হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ঝরা পাতা’।

উল্লেখ্য, চলতি বছরের ভালোবাসা দিবসে অনলাইনে প্রকাশিত হয় হৃদয়ের ‘মেয়ে’ শিরোনামের অ্যালবামটি। যেখানে ছিল ‘প্রেমের সাগরে’ গানটি। এটি লিখেছেন মিলন মাহমুদ। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটির নির্মাতাও তিনি।

১০ ডিসেম্বর হৃদয় খানের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হবে। এমনটাই জানিয়েছেন তিনি।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি