ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌসুমী হামিদের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সমানতালে কাজ করছেন ধারাবাহিক ও খণ্ড নাটকে। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী।

‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মেইল‘, ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে এখন শুধু ছোট পর্দার কাজেই তিনি মনোযোগী। দীর্ঘদিন তাকে নতুন কোনো চলচিত্রে দেখা যাচ্ছে না।

নতুন চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি চলচ্চিত্র থেকে দূরে নেই। আমি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার কাছে এরই মধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব এসেছে। কিন্তু আমি সেগুলো না করে দিয়েছি। সত্যি বলতে আমি যে ধরনের চরিত্রে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি তেমন চরিত্র ও গল্প পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যাণিজ্যিক ধারার সিনেমাগুলো দর্শক সানন্দে গ্রহণ করেছেন। দর্শকদের সঙ্গে আমি প্রতারণা করতে চাই না। আমার উপযুক্ত গল্প ও চরিত্র পেলে অবশ্যই চলচ্ছিত্রে কাজ করবো। দর্শকদের কাছাকাছি আসার মতো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি।’

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি