ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে অপুর নতুন স্ট্যাটাস ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৩, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অপু বিশ্বাসের সময়টা এখন বিপরিত মেরুতে। জীবনে খ্যাতির চূড়ায় থাকা এই নায়িকা এখন কঠিন সময়ের মুখোমুখি। শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ জটিলতায় পড়েছেন এই নায়িকা। তবে এত কিছুর পরও ভেঙে পড়েননি অপু। সবকিছুই স্বাভাবিকভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি।

শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সময়ের আলোচতি এই ঢালিউড নায়িকা।

চমৎকার একটি ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসবে, মেনে নিতেই হবে ...’

তবে তার এই মন খারাপের দিনে দেশের সকল ভক্ত ও অনুসারিরা অপুকে দিচ্ছেন সাহস। এর প্রমাণ পাওয়া যাচ্ছে এই স্ট্যাটাসের কমেন্টস ও শেয়ার দেখলে। ইতিমধ্যে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে ১২২ বার। লাইক পড়েছে ১৭ হাজার। কমেন্টস করা হয়েছে ১ হাজার ২৫১টি।

উল্লেখ্য, নানা জটিলতার পর গত ২২ নভেম্বর অপুর নিকেতনের বাসার ঠিকানায় ডিভোর্সের চিঠি পাঠান শাকিব খান। এই চিঠির পরই শাকিব-অপু সম্পর্কে নতুন মোড় নেয়।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি