ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপু-শাকিবের বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২২, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

২০০৮ সালের কথা। সেই বছর বিয়ে হয় ঢালিউডের দুই সুপারস্টার তারকা অপু বিশ্বাস ও শাকিব খানের। এরপর অনেকটা সময় চলে গেছে। দুজনের সম্পের্কের মাঝে ঘটেছে নানান ঘটনা। অবশেষে সেই মধুর পরিণতির অবসান ঘটছে করুণ পরিনতির মধ্য দিয়ে। ভেঙে যাচ্ছে অপু-শাকিবের সংসার। শুধু মাত্র প্রক্রিয়াগত কারণে ঝুলে আছে দুজনার এক সময়ের মধুর সেই সম্পর্কটি।

কিন্তু নতুন করে বিতর্ক উঠেছে কবে হয়েছিলো এই তারকা জুটির বিয়ে! এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিব খানের সঙ্গে বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশ করেন অপু বিশ্বাসে। সে সময় অপু জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। কিন্তু গত ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবীর মাধ্যমে শাকিব খানের পাঠানো তালাকনামায় শাকিব বিয়ের তারিখ উল্লেখ করেছেন ২০০৮ সালের ১৬ মার্চ। এরপরেই তৈরি হয়েছে শাকিব-অপুর বিয়ের সঠিক তারিখ নিয়ে বিভ্রান্তি।

প্রশ্ন এখন একটাই- ১৮ এপ্রিল নাকি ১৬ মার্চ! কবে হয়েছিলো শাকিব-অপুর বিয়ে?

যদিও বিষয়টি নিয়ে শাকিব-অপুর বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারিখ এখন মুখ্য বিষয় নয়। দৃষ্টি এখন এক মেরুতে। কি হবে এই সম্পর্কের পরিণতি?

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি