ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিগগিরই বিয়ের বিষয়ে কথা বলবেন তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার প্রেমের খবর সবাই জানে। একজন জনপ্রিয় সংগীত শিল্পীর সঙ্গে দীর্ঘদিন থেকে চলছে তার মন দেওয়া-নেওয়া। ইদানীং কেউ কেউ বলছেন সেই গায়কের সঙ্গে তার প্রেমের পাঠ শেষ।

এ সম্পর্কে তানজিন তিশা বলেন, বিয়ে নিয়ে খুব শিগগিরই তিনি কথা বলবেন। তখন সবার কাছে অনেক কিছু পরিষ্কার হবে।

‘চোখেরই পলকে’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে কয়েক বছর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তানজিন তিশা। এরপর অনেকগুলো নাটকে অভিনয় করেন। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেন। চলচ্চিত্রের খাতায়ও নাম লেখান। ইমপ্রেস টেলিফিল্মের ‘তুমি রবে নীরবে’ শিরোনামের একটি সিনেমায় কাজ করেন তিনি।

তিশা বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং এ কাজ করছেন। রবিবার তার দেশে ফেরার কথা রয়েছে। 

তানজিন তিশার প্রেমের সম্পর্ক সবার সামনে প্রকাশিত হয় ফেসবুকে তাঁর প্রোপাইল পিকচার পরিবর্তনের কারণে। শুধু তা-ই নয়, সেই গায়ক ও সংগীত পরিচালকের সঙ্গে মোটরসাইকেলে বসা দুজনের স্থিরচিত্র প্রকাশ করেন তাঁরা।

এদিকে তিশাদের পরিবারের সঙ্গে সম্পৃক্ত একজন বলেন, ‘তিশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে সেই গায়ক ও সংগীত পরিচালকের ওপর তাঁর বাবা ভীষণ রাগ করেছেন। এরপর পারিবারিকভাবে তাঁর ওপর চাপ দেওয়া হয়, যেন সেই গায়ক ও সংগীত পরিচালক তিশার সঙ্গে প্রেমের সম্পর্ক অব্যাহত না রাখেন।’

তানজিন তিশা কলকাতা থেকে ফিরে কার সঙ্গে তার বিয়ের ব্যাপারে মুখ খুলেন সেটিই এখন দেখার বিষয়।

 

 

এসি/  এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি