ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করলেন মারজুক রাসেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৭, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিয়ে করলেন অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি রানী আহাদকে (পালকী সিরিয়ালের সাবা চরিত্রের অভিনেত্রী) বিয়ে করেছেন তিনি।

চমকে যাওয়ার কারণ নেই। বাস্তাবে নয়, নাটকে বিয়ে হয়েছে তাদের। সংসার করতেও দেখা যাবে এতে। নাটকটির নাম ‘চাঁটি রইস’।

মামুন চৌধুরী রিপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের আনান। অনেকটা কমেডি ঘরানার গল্পে মারজুক রাসেলের চিরায়ত অভিনয় উঠে এসেছে পুরো নাটকটিতে। মারজুক রাসেলের সহধর্মিণী হিসেবে গল্পের রসায়নে ভিন্নমাত্রা দিয়েছেন রানী আহাদ।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে রানী আহাদ বলেন, ‘ভালো গল্পের প্রস্তাব এলে অবশ্যই করি। ‘চাঁটি রইস’ নাটকটির গল্প আমার কাছে দারুণ লেগেছে। বেশ ফানি একটি গল্প। এতে আমাকে আর মারজুক রাসেল ভাইকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখতে পাবেন দর্শক। সব মিলিয়ে দারুণ একটি নাটক হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু ও অপু।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি