ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সাবা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রনায়ক ওমর সানী অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনার প্রতি আঙ্গুল তোলেন। ‘সেন্স অব হিউমার’ নামক প্রোগ্রামে  অতিথিদের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে জয়কে প্রকাশ্যে থাপ্পড় মারার কথাও তিনি বলেন। তিনি সিনিয়রদের সম্মান দেওয়ার কথাও তাকে স্মরণ করিয়ে দেন।

এই নিয়ে যখন বিতর্কে পানি ও ঘি দেওয়ার প্রতিযোগিতা চলছে তখনই অভিনেত্রী সোহানা সাবা জানালেন-জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। রোববার বিকেলে সাবা নিজের ফেসবুক প্রোফাইলে এই তথ্য নিশ্চিত করে সাবা বলেন, আজকাল কোথাও ইন্টারভিউ দিতে ইচ্ছে করে না কারণ প্রশ্নগুলো থাকে বোকা বোকা!

সাবা আরও লিখেছেন, কারণ, কি করে শুরু করলেন, কি নিয়ে ব্যস্ত আছেন আর ভবিষ্যত পরিকল্পনা কি- এই বোকা বোকা প্রশ্ন ছাড়া এমন কিছু থাকে না যেটাতে আমি নতুন করে কিছু বলবো।

তিনি বলেন, মানুষ নতুন কিছু জানবে। তবে ব্যতিক্রম ৩-৪ জন আছেন তাদের মুখোমুখি হতে সাহসী হতে হয়। তেমনটি জয় ভাইয়া! আবার তার চ্যালেঞ্জ গ্রহণ করলুম।    

 

এসি/ এসএইচ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি