ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কলকাতায় গাইবেন তানজীনা তমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৯, ১১ ডিসেম্বর ২০১৭

কলকাতায় বাংলাদেশের হৃদয় হতেশীর্ষক উৎসবে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী তানজীনা তমা। দশ দিনের এ উৎসবের আয়োজন করেছে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার।

আগামী ১৩ ডিসেম্বর এ উৎসব শুরু হবে। এর মধ্যে ১৬ ডিসেম্বর শনিবার থাকছে বাংলাদেশ পর্ব। এতে আমন্ত্রিত শিল্পী হিসেবে এপার বাংলা থেকে অংশগ্রহণ করবেন তানজীনা তমা।

এ প্রসঙ্গে তমা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব গান আমাদের অনুপ্রাণিত করেছিল, এ অনুষ্ঠানে সেসব গানই গাইব।’

বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে তমার এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি