ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চমকের অপেক্ষায় মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। ছোটপর্দায়ও তার জনপ্রিয়তা কম নয়। তবে বর্তমানে বড় পর্দাতেই তার ব্যস্ততা। বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগে শেষ করলেন- উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হব’ এবং তারেক শিকদারের ‘দাগ’ সিনেমার কাজ। এরই মধ্যে নতুন খবর দিলেন মিম। জানালেন, নতুন বছরে কিছু চমক নিয়ে আসছেন তিনি। সিনেমার পাশাপাশি এরই মধ্যে নতুন বিজ্ঞাপনের মডেল হয়ে কাজও শুরু করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘প্রতিনিয়ত অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। তবে বেশিরভাগ পছন্দ হচ্ছে না। তাই হয়তো অনেক বেশি কাজ আমার করা হয়ে ওঠে না। কারণ আমি বুঝেশুনে ভালো কাজের সঙ্গে সবসময়ই থাকতে চেয়েছি।’

তিনি আরও বলেন. ‘সম্প্রতি জেমস ডেভেলপমেন্টের একটি নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আমার সঙ্গে চিত্রনায়ক ফেরদৌস ভাইও কাজ করবেন। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। এর আগেও এই কোম্পানির কাজ করেছি। আমার বিশ্বাস, নতুন এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।’

উল্লেখ্য, বছরের শেষদিকে মিম অভিনীত মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ভারতের পরিচালক সৃজিত মুখার্জির ‘ইয়েতির অভিযান’ নামের দুটি সিনেমা মুক্তি পায়। সামনে তার অভিনীত ‘দাগ’ নামের সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

অপরদিকে ‘আমি নেতা হব’ সিনেমার মাধ্যমে আবারও অনেকদিন পর শাকিব ও মিমকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি