ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশি বাংলা ছবির জয় হবেই : পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৩, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে মালেক আফসারি পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটিতে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘অন্তর জ্বালা’ ছবির সংবাদ সম্মেলনে ছবিটির বিভিন্ন বিয়য়ে কথা বলেছেন এই ‘ডানাকাটা পরী’।

পরীমনি বলেন, আমি শুধু একটি পার্টে থাকলেও পুরো ছবিতে আমার উপস্থিতি টের পাওয়া যাবে। এই ছবির প্রত্যেকটা বিষয় আমি মিস করি। এই ছবির ‘ছোট ছোট আশা’ শিরোনামের গানটি এরই মধ্যে দর্শক পছন্দ করেছেন। আমারও এত ছবি করা হয়েছে, কিন্তু এত ভালো লাগেনি কোনো গান। ‘ডানা কাটা পরী’ গানের পর এই গানটিকেই আমার কাছে জীবন্ত মনে হয়েছে।

দেশি বাংলা সিনেমে প্রসঙ্গে পরীমনি বলেন, আমরা বাংলাদেশের বাংলা ছবিতে কাজ করতে চাই। ভালো ভালো বাংলা ছবি নিয়ে আপনাদের সামনে আসতে চাই। সবার ভালোবাসা পেলে অবশ্যই দেশি বাংলা ছবির জয় হবে।

‘অন্তর জ্বালা’ ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করছে অভিনেতা জায়েদ খানের সংস্থা জেড কে মুভিজ।

 

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি