ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংবাদ শিরোনামে বিব্রত অপর্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি কিছু অনলাইন পত্রিকায় অভিনেত্রী অপর্না ঘোষকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। তাতে শিরোনাম করা হয়েছে ‘জনপ্রিয় অভিনেত্রী অপর্না ঘোষ নিহত!’। মূলত ‘নীল কাদা আবরণ’ শিরোনামের একটি নাটকের সংবাদ এটি। নাটকটিতে দেখা যাবে অপর্না ঘোষ নিহত হবেন। কিন্তু অনলাইন পত্রিকাগুলো সংবাদটিতে এমন শিরোনাম দেওয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী এতোটাই বিব্রত হয়েছেন যে নিজের ফেসবুকে সেই ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন :

জনৈক সাংবাদিক, সম্পাদক!

আপনাদের কাছ থেকে একটি সংবাদ আশা করছি। শিরোনাম : কী কী অযোগ্যতা থাকলে হাতুড়ে সাংবাদিক হওয়া যায়?’

আমি শুটিংয়ে মালয়েশিয়াতে আছি আর আপনাদের এই অযোগ্য সাংবাদিকতার কারণে আমার পরিবার থেকে পরিচিতজনসহ সবার যে কী পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছে তা নিশ্চয়ই আপনাদের ১৪০০ গ্রামের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করা সম্ভব হবে না।

পুনশ্চঃ সাংবাদিকতা আর মলম বিক্রি একসাথে গুলিয়ে ফেলবেন না।’

উল্লেখ্য, অপর্না ঘোষ বর্তমানে মালয়েশিয়ায় আছেন। সেখানে তাঁর ভালো সময় কাটছে। শুটিং করছেন তিনি।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি