ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপুকে সতর্ক করলেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘অনেক সেলেব্রেটির জীবনে বিচ্ছেদ এসেছে। আর এজন্য জল ঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক। আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক এটাও আমি চাই না।’-এ কথাগুলো শাকিবের।

বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে- অপুকে আর চাইছেন না শাকিব। আর এটা অনেকটা পরিস্কার। তবে অপু চাইছেন সংসার, সন্তান ও স্বামী আগের মতই থাকুক। প্রয়োজনে সব ত্যাগ করতে রাজি তিনি। এজন্য দেশের প্রধানমন্ত্রীরও সহযোগীতা চেয়েছেন অপু।

তার বক্তব্য, ‘শাকিবের জন্য পরিবার ছেড়েছি। ক্যারিয়ার থেকে দূরে সরে গেছি। প্রয়োজনে সব ত্যাগ করেতে প্রস্তুত আছি।’

যদিও ডিভোর্সের নোটিস পাঠানোর পর থেকে মিডিয়াতে বিভিন্ন বিষয় উঠে আসছে। তবে এর মধ্যে দেনমোহর, গর্ভপাত অন্যতম। আর এসব বিষয় নিয়ে বিব্রত শাকিব।

শাকিব খান বলেছেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই। আইনই সব দেখবে। যার সঙ্গে মতের মিল হয় না, তার সঙ্গে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। অনেক কষ্ট সহ্য করে ৯ বছর সংসার করেছি। জয়ের (অপু-শাকিবের ছেলে) উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি