ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিউজিক ভিডিওতে আপত্তিকর দৃশ্য, গায়িকার ২ বছর দণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিউজিক ভিডিওতে আপত্তিকর পোশাক পরা ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির জন্য মিসরের এক গায়িকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে ওই ভিডিওর পরিচালককেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত ওই শিল্পীর নাম শাইমা আহমেদ (২৫)।  স্থানীয় সময় মঙ্গলবার শাইমাকে অশ্লীলতা ছড়ানো ও  ভিডিওতে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এর আগে ওই ভিডিও প্রকাশের দায়ে গত নভেম্বরে শাইমাকে গ্রেফতার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী। তবে ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তীর আসতেই সবার কাছে ক্ষমা চেয়েছেন ওই গায়িকা।

ভিডিওতে দেখা যায়, ওই গায়িকা বিকিনি পরে কলা খাচ্ছে, যা খুবই কুরুচিপূর্ণ ও অশ্লীল বলে মন্তব্য করেছেন আদালত। এর আগে ২০১৬ সালেও মিউজিক ভিডিওর মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে তিন নারী নৃত্যশিল্পীকে ছয় মাস করে কারাদন্ড দেন দেশটির আরেকটি আদালত।

সূত্র: বিবিসি

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি